স্মার্ট ট্র্যাকার ইভিটিএস (ওয়ারলেস)

eVTS কী?

গ্রামীণফোন eVTS-এ এখন গাড়ি ম্যানেজ করা আরও সহজ। জিপি eVTS-এর সমন্বিত পদ্ধতির সহযোগিতায় আপনি আপনার গাড়ি এবং এর যাত্রীদের অধিকতর সেবা নিশ্চিত করতে পারেন। মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি আপনার গাড়ির ভেহিক্যাল ট্র্যাকিং, নেভিগেশন, ম্যানেজমেন্ট, ইন্ডিসেন্ট অ্যালার্ম, রিপোর্টস্‌, ড্রাইভিং বিহেভিয়র অ্যানালেটিকস্‌ এবং ইঞ্জিন মনিটরিং সলিউশন এর মতো সুবিধাগুলো পেতে পারেন।

Price information

CategoryPrice 
Device Price3,599 BDT
Subscription Fee299 BDT

** Price listed above includes VAT, TAX and SD

 

বৈশিষ্ট্যসমূহ:

গ্রামীণফোন eVTS সলিউশনের স্বতন্ত্র এবং স্মার্ট বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে এখন আপনার গাড়িকে করুন আরও আপডেটেড।

ইন্সটল করার প্রয়োজন নেই। আপনার গাড়ির OBD-II পোর্টের সাথে এই ডিভাইসটি প্লাগ ইন করে নিন।
অ্যাপ থেকে বের হওয়া ছাড়াই যেকোনো জায়গাতেই নেভিগেশন করতে পারেন।
আপনার ভেহিক্যাল স্ক্যান করে সম্ভাব্য সমস্যাগুলো নিজেই বের করার চেষ্টা করুন।
অবিলম্বে আপনার গাড়ির বিষয় সম্পর্কে নোটিফিকেশন পাবেন।
প্রতিটি ট্রিপ বা দিনের উপর ভিত্তি করে ফুয়েলের খরচের ডাটাও জানতে পারবেন।
ড্রাইভিংয়ের ভিত্তিতে স্কোর জানতে পারবেন এবং আপনি ও আপনার ড্রাইভার নিরাপদভাবে গাড়ি চালাচ্ছেন কিনা তাও জানতে পারবেন।

eVTS সাপোর্ট হটলাইন: +৮৮০১৭৫৫৬৬০৫০৩

যেভাবে ইন্সটল করবেন:

গ্রামীণফোন eVTS একটি সহজ এবং নির্ভরযোগ্য ভেহিক্যাল ট্র্যাকিং সলিউশন যা আপনার গাড়িতে লাগানো OBD-II পোর্টের ডিভাইসের সাথে কাজ করে।.

 

ডিভাইসের বিস্তারিত বিবরণী:

  • ওয়ার্কিং কারেন্ট: <110mA@12V
  • স্ট্যান্ডবাই কারেন্ট: <10mA@12V
  • পজিশনিং মুড: GPS+LBS
  • ডাইমেনশন: 45.5mmx25.5mm×36mm
  • ওয়ার্কিং টেম্পারেচার: -20°C~75°C
  • ওয়ার্কিং হিউমিডিটি: 5%~95%
  • GSM এবং GPS স্ট্যাটাসের জন্য ২টি LED
  • ৩৬৫ দিনের ওয়্যার্যান্টি

OBD পোর্ট কোথায় থাকে?

আপনার গাড়ির সামঞ্জস্য সম্পর্কে ধারণা নিয়ে সবচাইতে সহজ এবং অ্যাডভান্সড ভেহিক্যাল ট্র্যাকিং সার্ভিস, জিপি eVTS চালু করুন।

আপনার যানবাহনে OBD পোর্ট আছে কিনা জানতে ক্লিক করুন.

  • eVTS কী? 
    eVTS গ্রামীণফোনের একটি অ্যাডভান্সড ভেহিক্যাল ট্র্যাকিং সলিউশন। এটি একটি স্মার্ট টেলিম্যাটিকস্‌ সলিউশন যাতে বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন- সহজে এবং দ্রুত ইন্সটল করা যায়, লাইভ ট্র্যাকিং এবং নেভিগেশন করা যায়, ভেহিক্যালের অবস্থা ও ড্রাইভিং স্কোর সম্পর্কে জানা যায়, মেইন্টেন্যান্স ম্যানেজমেন্ট এবং নোটিফিকেশন জানা যায়, গাড়ির যেকোনো অবস্থা সম্পর্কে অ্যালার্ম পাওয়া যায় এবং আরও অনেক।
  • eVTS আমি কোথায় থেকে কিনতে পারি? 
    eVTS কেনার জন্য আপনার নিকটস্থ জিপিসি'তে যোগাযোগ করুন।
  • এই সার্ভিসটি নেওয়ার জন্য কী কী কাগজপত্র প্রয়োজন? 
    এই সার্ভিসটি নেওয়ার জন্য, আপনার জাতীয় পরিচয়পত্র (শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রের নম্বরও গ্রহণযোগ্য), গাড়ির রেজিস্ট্রেশন কপি, এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে হবে।
  • এই সার্ভিসটি নেওয়ার জন্য আমার কি গাড়ির মালিকানা থাকতে হবে? 
    আপনার গাড়ির মালিকানা থাকতে হবে না। তবে eVTS-এর ফর্মে গাড়ির মালিকের স্বীকৃতি থাকতে হবে।
  • ডিভাইসটির মূল্য এবং মাসিক সাবস্ক্রিপশন ফি কত? 
    eVTS ডিভাইসটির মূল্য ৩,৫৯৯ টাকা এবং মাসিক সবস্ক্রিপশন ফি ২৯৯ টাকা (ভ্যাট, এসডি এবং এসসি অন্তর্ভুক্ত)।
  • সাবস্ক্রিপশন কি অটো রিনিউ হয়? 
    না। বিল পরিশোধ থেকে ৩০ দিন পর্যন্ত সাবস্ক্রিপশনের মেয়াদ থাকে। ফ্লেক্সিলোড বা অনলাইন রিচার্জের মাধ্যমে ২৯৯ টাকা পরিশোধ করলে এই সার্ভিসটি আবার চালু হবে।
  • আমার eVTS ডিভাইসের সিম নম্বরটি কীভাবে চেক করবো? 
    আপনি আপনার মোবাইল অ্যাপে চেক করতে পারবেন।
  • সাবস্ক্রিপশন প্যাকটির মেয়াদ কত? 
    ৩০ দিন।
  • আমার সাবস্ক্রিপশন প্যাকটি অ্যাক্টিভেট আছে কিনা তা কীভাবে চেক করবো? 
    এই বিষয়টি আপনি চেক করতে পারেন eVTS মোবাইল অ্যাপে। “More”-> “Subscription Info”.
  • এই সাবস্ক্রিপশন প্যাকটির মেয়াদ শেষের তথ্যটি কিভাবে জানতে পারবো? 
    মেয়াদ কবে শেষ হবে এই তথ্যটি eVTS মোবাইল অ্যাপ থেকে জেনে নিতে পারবেন। “More” নামে একটি ট্যাব আছে সেখানে এই অপশনটি চেক করুন।
  • সাবস্ক্রিপশন ফি দেয়ার পরও আমি এই সার্ভিসটি নিতে পারছি না কেন? 
    প্রথমে eVTS অ্যাপ থেকে দেখে নিন যে মাসিক সাবস্ক্রিপশনটি অ্যাক্টিভেটেড আছে কিনা। যদি না থাকে তাহলে জিপিসি'তে যোগাযোগ করুন অথবা 121 নম্বরে কল করুন (জিপি নম্বর থেকে)। যদি সাবস্ক্রিপশন অ্যাক্টিভেটেড থাকার পরও সার্ভিসটি অ্যাক্টভ না হয়, তাহলে ডিভাইসটি আনপ্লাগ করে আবার প্লাগ ইন করুন এবং ডিভাইসে এলইডি মনিটরে স্ট্যাটাস চেক করুন। এরপরও যদি সমস্যার সম্মুখীন হন, তাহলে ডিভাইসটি নিয়ে জিপিসি'তে যোগাযোগ করুন বা 121 নম্বরে কল করুন।
  • আমি আমার eVTS কীভাবে অ্যাক্টিভেট করবো? 
    eVTS সার্ভিসটি আপনি সহজেই নিতে পারেন। ইউজার ম্যানুয়ালটি ধাপে ধাপে অনুসরণ করুন এবং অ্যাপে থাকা ভিডিওর মাধ্যমে জেনে নিন ডিভাইসটি আপনার গাড়িতে কীভাবে ইন্সটল করবেন।
  • ইন্সটলেশন সফল হয়েছে কিনা তা কীভাবে জানতে পারবো? 
    ইন্সটলেশন সম্পন্ন হলে এবং ১০ মিনিট ড্রাইভ করার পর এলইডিগুলো সম্পূর্ণরূপে স্থির হলে আপনি আপনার গাড়ির লোকেশন দেখতে পাবেন এবং স্পিড, ইঞ্জিন স্ট্যাটাসসহ ড্যাশবোর্ডের আপডেট এবং অ্যাপের আরপিএম দেখতে পাবেন। এছাড়াও আপনি নোটিফিকেশন সেট আপ করতে পারবেন, রিপোর্ট এবং বিলের তথ্য, ওয়্যার‍্যান্টি এবং বিস্তারিত সবকিছু মোবাইল অ্যাপের মাধ্যমে জানতে পারবেন। 
    নোট: সবগুলো প্যারামিটারই eVTS ডিভাইস ডিভাইস আপনার গাড়ির ইঞ্জিন কন্ট্রোল ইউনিট (ইসিইউ) থেকে যেই ডাটা গ্রহণ করবে তার ওপর নির্ভর করবে।
  • এই ডিভাইসটি গাড়িতে প্রথমে সেট পর কেন ড্রাইভে যেতে হবে? 
    ডিভাইসটি প্রথমে আপনার গাড়িতে ইন্সটল করার পর কমপক্ষে ১০ মিনিটের একটি ড্রাইভে যাওয়া জরুরী। এই বিষয়টি প্রয়োজনীয়। কারণ এতে করে আপনার ডিভাইসটিতে জিপিএস কমিউনিকেশন চালু হবে এবং আপনার গাড়ির ট্র্যাকিং শুরু হবে। ড্রাইভ করার সময় আপনার ডিভাইসটি আপনার গাড়ির ডাটা দিয়ে নিজে থেকেই আপনার অ্যাপকে আপডেট করবে।
  • ফুয়েল কন্সাম্পশন/আরপিএম রিডিং/অন্য যেকোনো প্যারামিটার আমি কেন অ্যাপে পাচ্ছি না? 
    যেহেতু এই প্যারামিটারগুলো আপনার গাড়ির ইসিইউ-এর ডিভাইস থেকে পাওয়া ডাটা’র ওপর নির্ভরশীল, তাই এই ডাটাগুলো দেখার বিষয়টি ইসিইউ থেকে ডিভাইসে ডাটা আদান-প্রদানের প্রক্রিয়ার ওপর নির্ভর করে।
  • ইন্সটল করার সময় ডিভাইসটি কোনো রকম ড্যামেজ হলে কী করবো? 
    আপনার ডিভাইসটি নিয়ে জিপিসি'তে যোগাযোগ করুন।
  • eVTS ডিভাইসটি ব্যবহার করার জন্য কি আমাকে গ্রামীণফোন-এর গ্রাহক হতে হবে? 
    eVTS মোবাইল অ্যাপটি ব্যবহার করার জন্য আপনাকে গ্রামীণফোন-এর গ্রাহক হতে হবে না। তবে আপনার eVTS ডিভাইসটি গ্রামীণফোন-এর সংযোগের মাধ্যমেই সার্ভিসের অন্তর্ভুক্ত হবে। .
  • eVTS ডিভাইসটি আমি কোথায় ইন্সটল করবো? 
    আপনার গাড়ির OBD-II পোর্টে এই ডিভাইসটি প্লাগ ইন করতে হবে।
  • আমি যদি আমার গাড়িতে OBD-II পোর্টটি না পাই, তবে সেক্ষেত্রে কী করতে হবে? 
    প্রথমত, একজন গ্রাহককে তার সম্পূর্ণ গাড়ি চেক করে এবং ভেহিক্যাল ইউজার ম্যানুয়াল বা গাড়ি মেরামতকারীর সাথে আলোচনা সাপেক্ষে দেখতে হবে যে OBD-II পোর্টটি কার্যকর আছে কিনা। এছাড়াও একজন গ্রাহক গ্রামীণফোন ওয়েবসাইট থেকে ভেহিক্যাল সাপোর্ট লিস্টটি দেখে নিতে পারেন। যদি একজন গ্রাহক তার গাড়িতে OBD-II পোর্টটি না থাকা সত্ত্বেও eVTS ডিভাইসটি কিনে থাকেন তবে জিপিসি'তে যোগাযোগ করে অথবা 121 নম্বরে (গ্রামীণফোন নম্বর থেকে কল করতে হবে) কল করে এর পরিবর্তে তিনি তার বিশিষ্ট ডিভাইস নিতে পারেন। তবে কিছু জিনিস কাজ করবে না (যেমন- ফুয়েল কন্সাম্পশন এবং হেল্থ চেক) এবং এগুলো কার্যকরী করতে চাইলে ইন্সটলেশন চার্জ পরিশোধ করতে হবে।
  • আমার eVTS ডিভাইসে ইন্ডিকেটর লাইট মিটমিট করে জ্বলার কারণ কী? 
     

    ইন্ডিকেটর টাইপস্ট্যাটাসযা বুঝায়
    লাল রঙের এলইডি লাইট- পাওয়ার ইন্ডিকেটর২ সেকেন্ডে একবার ফ্ল্যাশডিভাইস অপারেশনাল
    পুরোপুরি জ্বলে ওঠাজিএসএম সিগন্যাল স্থিতিশীল এবং কাজ করছে
    কোনো লাইট নেইডিভাইস বন্ধ/স্লিপ মুডে আছে
    নীল রঙের এলইডি লাইট- জিপিএস২ সেকেন্ডে একবার ফ্ল্যাশজিপিএস সিগন্যাল সার্চ করছে
    পুরোপুরি জ্বলে ওঠাজিপিএস লোকেশন ফিক্স
    কোনো লাইট নেইজিপিএস স্লিপ মুডে আছে
  • আমি যদি eVTS ডিভাইসটি একটি গাড়ি থেকে অন্য গাড়িতে নিয়ে ব্যবহার করি তাহলে মোবাইল অ্যাপে কোন গাড়ির ডাটা পাবো? 
    নতুন যে গাড়িতে ইন্সটল করবেন, ইন্সটল করার পর থেকে সেই গাড়িরই ডাটা পাবেন। আগের গাড়ির তথ্যবা ডাটাগুলো অপরিবর্তিত থাকবে।
  • অ্যাপে কত দিনের জন্য ডাটাগুলো থাকবে? 
    শেষে ৯০ দিনের।
  • আমার অ্যাকাউন্টে কি আমি একের বেশি ডিভাইস ব্যবহার করতে পারবো? 
    বর্তমানে আপনার অ্যাকাউন্টে আপনি শুধুমাত্র একটি ডিভাইসই ব্যবহার করতে পারবেন।
  • বিল এবং পেমেন্ট কীভাবে ম্যানেজ করবো? 
    eVTS ডিভাইসটি পরিচালনা করার জন্য মাসিক একটি সাবস্ক্রিপশন ফি দরকার। আপনার বিল এবং পেমেন্ট ম্যানেজ করার জন্য অ্যাপে লগ ইন করে 'More' অপশনে গিয়ে 'Bills & Payments'-এ ট্যাপ করুন। এছাড়াও আপনি আপনার মাসিক সাবস্ক্রিপশন ফি ফ্লেক্সিলোড বা অনলাইন রিচার্জের মাধ্যমে পরিশোধ করতে পারেন।
  • eVTS অ্যাপটি আমি কোথায় ডাউনলোড করতে পারি? 
    অ্যান্ড্রইয়েড ইউজাররা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন- ক্লিক করুন 
    আইওএস ইউজাররা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন- ক্লিক করুন 
    আপনি অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে “Grameenphone eVTS” টাইপ করেও অনুসন্ধান করতে পারেন
  • eVTS অ্যাপে আমি কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবো বা সাইন আপ করবো? 
    অ্যাপটি ওপেন করুন। প্রথমে 'Sign Up' অপশনে গিয়ে 'Get Started'-এ ট্যাপ করুন। eVTS ডিভাইসটির ওপর যে কিউআর স্টিকারটি আছে সেটি স্ক্যান করুন। যদি কিউআর কোডটি স্ক্যান করতে না পারেন তবে 'Input Manually' বাটনে ট্যাপ করে কিউআর কোডের পাশে SN নম্বরটি ইনপুট করুন। এরপর স্ক্রিনে যেই ইন্সট্রাকশনগুলো আসবে সেগুলো অনুসরণ করুন এবং OTP SMS-এর মাধ্যমে আপনার মোবাইল নম্বরটি যাচাই করুন।
  • eVTS না কিনেই কি আমি eVTS অ্যাপে অ্যাকাউন্ট করতে পারবো? 
    না। আপনি যেই eVTS ডিভাইসটি কিনবেন তার সাথে অ্যাকাউন্টটি যুক্ত থাকতে হবে। তবে মোবাইলে অ্যাপ ইন্সটল করার মাধ্যমে ডেমো অ্যাকাউন্ট চেক করতে পারবেন। .
  • eVTS অ্যাপটি কি অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটোতেই ব্যবহার করা যায়? উইন্ডোজ এবং ব্ল্যাকবেরিতেও কি ব্যবহার করা যাবে? 
    eVTS অ্যাপটি শুধুমাত্র আইওএস এবং অ্যান্ড্রয়েডেই ব্যবহার করা যায়। আইফোনে অ্যাপটি চালানোর জন্য আপনার আইওএস ৯.০ বা তার পরবর্তী ভার্সন লাগবে। আর অ্যান্ড্রয়েডের জন্য, অ্যান্ড্রয়েড ৬.০ বা তার উপেরর ভার্সন প্রয়োজন।
  • eVTS অ্যাপটির যেকোন সমস্যা সম্পর্কে কীভাবে রিপোর্ট করবো? 
    জিপিসি-তে যোগাযোগ করুন বা 121 নম্বরে কল করুন (জিপি নম্বর থেকে)।
  • আমার ড্রাইভিং স্কোরটি কীভাবে ক্যালকুলেট করা হয়? 
    কিছু কিছু ক্ষেত্রের ডাটা বিশ্লেষণ করে আপনার ড্রাইভিং স্কোরটি ঠিক করা হয় যেমন- হার্শ ব্রেকিং, হার্শ অ্যাক্সেলারেটিং, স্পিডিং (পোস্ট করা স্পিড লিমিটের ওপর ভিত্তি করে), কলিসন বা ধাক্কা এবং বিভ্রান্তভাবে গাড়ি চালানোর ওপর। ড্রাইভিং স্কোরটি মূলত আপনার eVTS ডিভাইসের ডাটা থেকে নেয়া হয়। ড্রাইভ করার সময় যেন ডিভাইসটি আপনার গাড়িতে প্লাগ ইন করা থাকে সেই বিষয়টি নিশ্চিত করুন।
  • অন্য কেউ যদি আমার গাড়িটি চালালেও কি ট্র্যাকিং কাজ করবে? 
    অবশ্যই করবে, গাড়িটি কে চালাচ্ছে তার ওপর eVTS-এর কার্যকারিতা নির্ভর করে না। ড্রাইভ করার সময় যেন ডিভাইসটি আপনার গাড়িতে প্লাগ ইন করা থাকে সেই বিষয়টি নিশ্চিত করুন।
  • একের বেশি ফোন থেকে কি আমি অ্যাপ বা অ্যাকাউন্টটি চালাতে পারবো? 
    সর্বোচ্চ পাঁচটি স্মার্ট ফোন থেকে আপনি অ্যাকাউন্টটি চালাতে পারবেন।
  • ম্যাপে গাড়ির ভিন্ন রঙগুলো দিয়ে কী বোঝায়? 
     

    রঙযা বোঝায়
    ধূসরইঞ্জিন বন্ধ আছে
    সবুজইঞ্জিন চালু আছে এবং গাড়ি চলছে
    নীলইঞ্জিন চালু আছে এবং গাড়ি থেমে আছে
    কমলাডিভাইসটিতে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না বা প্লাগ ইন করা নেই
  • eVTS আমার গাড়িতে কাজ করবে কিনা তা কীভাবে চেক করবো? 
    যেই গাড়িতে OBD-II পোর্ট আছে, সেই গাড়িতেই eVTS চলবে। কোন কোন গাড়ি এই ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ তা গ্রামীণফোন-এর ওয়েবসাইটের লিস্ট দেখে নিতে পারেন বা নিকটবর্তী জিপিসি থেকে জেনে নিতে পারেন যে আপনার গাড়িতে eVTS সাপোর্ট করে কিনা।
  • eVTS-এর কোনো ওয়্যারান্টি আছে? 
    হ্যাঁ। সার্ভিসের যে শর্তাবলি দেওয়া আছে সেসবসহ আপনার eVTS-এ ৩৬৫ দিনের ওয়্যারান্টি থাকবে।
  • শেষের ট্রিপটি সম্পন্ন হওয়ার পর তা দেখাচ্ছে না কেন? 
    ড্রাইভিং সম্পন্ন হওয়ার পর ডাটা প্রসেসিং হতে সময় লাগে এবং এরপরই আপনার ট্রিপটি দেখা যায়। সঠিক ও সম্পূর্ণ রিপোর্ট এবং আপনার ট্রিপটি দেখার জন্য ২০-২৫ মিনিট অপেক্ষা করুন।
  • ভেহিক্যাল হেল্থ কীভাবে চেক করবো? 
    আপনার গাড়িতে eVTS ডিভাইসটি প্লাগ ইন এবং ইঞ্জিন অন করা আছে কিনা তা নিশ্চিত করুন। অ্যাপে লগ ইন করে 'Health' অপশনে গিয়ে 'Search for Issues'-এ ট্যাপ করুন। আপনার অ্যালার্টগুলো দেখানো হবে। বিস্তারিতভাবে, অ্যাপলিকেবল ডায়াগনস্টিক ট্রাবল কোড (ডিটিসি)-এর বিবরণের সাথে সাধারণত সমস্যাগুলো উল্লেখ করা থাকে যাতে করে আপনি ধারণা করতে পারেন যে, কী ধরনের সমস্যা হতে পারে। আপনি যদি আপনার গাড়িটি মেকানিকের কাছে নিয়ে যান, তাহলে তাদেরকে অ্যালার্টের কথা বলতে পারেন এবং বাড়তি তথ্যও দিতে পারেন।
  • গাড়িতে কোনো সমস্যা দেখা দিলে eVTS-এর মাধ্যমে কিভাবে জানা যাবে? 
    প্রতিটি ডিভাইসের অন-বোর্ড ডাইয়াগনোস্টিকস রিডারের মাধ্যমে গাড়ির ডাইয়াগনোস্টিক তথ্য জানা যায় এবং ডাইয়াগনোস্টিক ট্রাবল কোড গাড়ির যাবতীয় তথ্য প্রেরণ করে।
  • eVTS-এর মাধ্যমে কী গাড়ির সব সমস্যা সম্পর্কে জানা যায়? 
    গাড়ির অন-বোর্ড ডাইয়াগনোস্টিকস সিস্টেমের মাধ্যমে ডিভাইসটি বিভিন্ন সমস্যা শনাক্ত করতে পারে। প্রতিবার স্ক্যানের মাধ্যমে ১৫০০-এরও বেশি সমস্যা শনাক্ত করতে পারে। তবে অন-বোর্ড ডাইয়াগনোস্টিকস সিস্টেমের মাধ্যমে কিছু সমস্যা শনাক্ত করা যায় না। যেমন: লো উইন্ডশিল্ড ইউপার ফ্লুইড, লো টায়ার প্রেশার, হেডলাইট অথবা লেইল লাইট স্ট্যাটাস ইত্যাদি।
  • রুটিন মেইনটেনেন্স এবং সার্ভিসে eVTS কিভাবে সাহায্য করবে? 
    এসি গ্যাস চেঞ্জ, এয়ার ফিল্টার চেঞ্জ এবং ওয়েল চেঞ্জ ইত্যাদি রুটিন সার্ভিসের ক্ষেত্রে মেইনটেনেন্স রিমাইন্ডার সাহায্য করে। সুবিধাটি পেতে প্রথমে 'More' তারপর 'Maintenance Log' তারপর “Add Maintenance Entry'। এরপর 'Settings' ট্যাব থেকে “Maintenance Alarm” সক্রিয় করতে হবে।
  • eVTS থেকে কি রিমোটের মাধ্যমে ইঞ্জিন বন্ধ এবং চালু করা সম্ভব? 
    না।
  • eVTS অ্যালার্ম থেকে কি SMS নোটিফিকেশন পাওয়া যাবে? 
    SMS নোটিফিকেশন এখন প্রযোজ্য নয়। তবে অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন পাওয়া যাবে।
  • eVTS থেকে কি রিমোটের মাধ্যমে গাড়ির দরজা বন্ধ করা অথবা খোলা সম্ভব? 
    না।
  • গাড়ি চালু থাকা অবস্থায় কি আমি ডিভাইসটি আনপ্লাগ করতে পারবো? 
    eVTS ডিভাইসটির নিরাপদে রাখতে eVTS ডিভাইসটি আনপ্লাগ করার আগে আপনার গাড়ির ইঞ্জিনটি বন্ধ আছে কিনা তা নিশ্চিত করুন।
  • ইঞ্জিন বন্ধ থাকলেও কি ডিভাইসটি ব্যাটারির চার্জ ক্ষয় করে? 
    গাড়ি যখন বন্ধ থাকে তখন ডিভাইসটি অনেক লো পাওয়ার মুডে চলে যায়।
  • ডিভাইসটি আনপ্লাগ হলে কী হয়? 
    eVTS ডিভাইসটি পুনরায় OBD পোর্টে প্লাগ ইন করুন। এটি আপনার গাড়িকে আবারও মনিটর করা শুরু করে দিবে। তবে মনে রাখবেন, ডিভাইসটি ঠিকঠাকভাবে প্লাগ ইন না করা পর্যন্ত মনিটরিং কাজ করবে না।
  • eVTS ডিভাইসটি আমার গাড়ির OBD-II পোর্টে ঠিকভাবে না বসলে কি করবেন? 
    eVTS OBD-II পোর্টে একটি স্ট্যান্ডার্ড প্লাগ ইন কানেক্টর ব্যবহার করে এবং কানেক্টরের শেইপটি এমন যে এক দিকেই এটি প্লাগ ইন করা যায়।
  • আমার ওয়্যারান্টি আছে তবুও eVTS কাজ করছে না। এখন কী করবো? 
    প্রথমত, আপনার eVTS ডিভাইসটি ঠিকমতো প্লাগ ইন করা আছে কিনা এবং সাবস্ক্রিপশনের মেয়াদ আছে কিনা তা দেখুন। যদি তবুও কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে এলিডি-এর স্ট্যাটাস চেক করুন। এলিডি-এর স্ট্যাটাস চেক করার পর eVTS ডিভাইসটি নিয়ে জিপিসি'তে যোগাযোগ করুন অথবা 121 নম্বরে কল করুন (জিপি নম্বর থেকে)।
  • ওয়্যারান্টি থাকাকালীন যদি আমার ডিভাইসে কোনো ধরনের সমস্যা হয় তাহলে কি আমি তা রিপ্লেস করতে পারবো? 
    ডিভাইস রিপ্লেস করার জন্য যেসব জায়গার কথা বলা আছে সেখানে যোগাযোগ করুন। জায়গাগুলোর ঠিকানা জানতে 121 নম্বরে কল করতে পারেন (জিপি নম্বর থেকে) অথবা জিপিসি'তে যোগাযোগ করতে পারেন।
  • আমার প্রথম ড্রাইভিং স্কোরটি আমি কখন পাবো? 
    সাধারণত প্রতিটি ট্রিপ শেষ হওয়ার ২০ মিনিট পর ড্রাইভিং স্কোরের তথ্যগুলো আপডেট হয়।
  • আমার গাড়ির লোকেশনটি ভুল কেন? 
    কোনো কোনো পরিস্থিতিতে কিছু সময়ের জন্য লোকেশন অ্যাকিউরেসি বা গাড়ি লোকেটের জন্য জিপিএস সিগন্যাল বাধা পেতে পারে। গ্যারেজ, বেজমেন্ট, আশেপাশে সুউচ্চ বিল্ডিং দিয়ে ঘেরাও এবং গাড়ির গ্লাস মেটালিক টিন্টেড হয় তাহলে এই সমস্যা হতে পারে।
  • আমি কীভাবে জিওফেন্স তৈরি করতে পারি? 
    সেটিংসে “Geofences” অপশনে গিয়ে আপনি আপনার জিওফেন্সে সেট করে নিতে পারবেন। আপনি সর্বোচ্চ ১০টি জিওফেন্স সেট করতে পারবেন যা আপনার ম্যাপে দেখা যাবে।
  • যেকোনো অ্যালার্ম আমি কীভাবে অন বা অফ করতে পারবো? 
    'Settings' ট্যাবে আপনি এই অপশনগুলো পাবেন।

এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন

Follow Us

MyGP App

©2024 গ্রামীণফোন লিমিটেড টেলিনর গ্রুপের সদস্য

সাইট নির্দেশিকা